নিকলী উপজেলা সদর ইইউনিয়নের চেয়ারম্যান "জনাব কারার শাহরিয়ার আহম্মেদ" (তুলিপ), চট্টগ্রামস্থ কিশোরগঞ্জ জেলা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ নুর নবী পনির ও সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন।
ব্যক্তিগত উদ্যোগে শনিবার ৪০০ পরিবারে চাল-ডালসহ নিত্যপণ্য প্রদান করা হয়েছে।
শনিবার বিকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত তিনি চট্টগ্রামে বসবাসরত নিকলীর বাসিন্দাদের পাহাড় তলি এলাকায় খাদ্য সহায়তা প্রদান করেন।
একইসাথে খাদ্য বিতরণকালে, সাধারণ মানুষকে করোনা ভাইরাসের ভয়াবহতা সম্পর্কে বুঝিয়ে তাদের বাড়িতে অবস্থান করতে অনুরোধ করেন।
প্রতি পরিবারে চাল, ডাল, আটা, আলু, পেয়াজ, রশুন ইত্যাদি খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এ নিয়ে গত সাত দিনে চেয়ারম্যান "জনাব কারার শাহরিয়ার আহম্মেদ" (তুলিপ) নিকলী উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং চট্টগ্রাম পাহাড়তলি সহ ৬০০শত পরিবারে ব্যক্তি উদ্যোগে খাদ্য সহায়তা দিলেন।
করোনা ভাইরাসের কারণে হঠাৎ করেই কর্মহীন হয়ে পড়া দিন মজুর এসব পরিবারের মানুষকে খাদ্য সামগ্রী একটি ভ্যানে করে তিনি এসব সামগ্রী নিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে ওইসব পরিবারের সদস্যদের খাদ্যসামগ্রী বিতরণ।