কালিগঞ্জে সামাজিক দূরত্ব বজায় না রাখা, ফার্মেসীর সামনে জটলা করা এবং দোকানে ৪ ফুট দূরত্বের চিহ্ন না থাকায় ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। রবিবার (৫ এপ্রিল) বেলা ১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল উপজেলার নলতা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ওই বাজার এলাকার নলতা ফার্মেসী নামক দোকানের সামনে জটলা থাকায় দোকান মালিক মিকাইলকে ৫ হাজার জরিমানা করা হয়। একই সময়ে সামাজিক দূরত্ব বজায় না রাখার অপরাধে গোপাল ঘোষ নামে এক ব্যক্তিকে ৫শ’ টাকা, নাঈম ইসলামকে ৫শ’ টাকা এবং মহিদুল ইসলামকে ১শ’ টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে একই ভ্রাম্যমাণ আদালত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে ফার্মেসীর সামনে ৪ ফুট দূরত্বের চিহ্ন না থাকায় দোকান মালিক শাহিনুর রহমানকে ১ হাজার টাকা জরিমানা করেন। পরবর্তীতে মোটর সাইকেলে একের অধিক যাত্রী চলাচল করার অপরাধে শহিদুল ইসলাম ও সালেক নামে দু’জনকে ৪৭৫ টাকা জরিমানা করা হয়।