সবায় করোনা মহা দূর্যোগ মোকাবেলায় ছিন্নমূল ও হত দরিদ্রদের সাহায্যার্থে কসবা প্রেসক্লাবের পক্ষ থেকে ৫১ সদস্য বিশিষ্ট একটি ত্রাণ কমিটি গঠন করা হয়। এই কমিটির নাম “কসবা প্রেসক্লাব দূর্যোগ মোকাবেলা কমিটি”। গতকাল কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান সাংবাদিক ও প্রভাষক মুন্সী রুহুল আমিন টিটুকে আহ্বায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করেন। প্রেসক্লাব সভাপতি বলেন, সাংবাদিক সমাজ সর্বদাই হত দরিদ্র, ছিন্নমূল, অধিকার বঞ্চিত মানুষের কথা বলে, মানবতার কথা বলে। বিশ্ব ব্যাপী করোনা মহামারী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আমাদের এ পৃথিবী আক্রান্ত। বাংলাদেশও এই মহামারির বাইরে নয়। জনগণের সচেতনতা বৃদ্ধি, দুঃসময়ে সাহস যোগানো, কোনো প্রকার হাকডাক ব্যাতিত সঙ্গনিরোধ সাহায্য নিশ্চিত করতে কসবা প্রেসক্লাবের এই কমিটি যথাযথভাবে কাজ করতে অঙ্গিকারাবদ্ধ। হত দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বাড়ি বাড়ি গিয়ে এর সদস্যগণ ত্রাণ পৌঁছে দেবে। কেউ ত্রাণের জন্য বাহিরে বের হয়ে জনসমাগম করবে না। ৫১ সদস্য বিশিষ্ট দুর্যোগ মোকাবেলা কমিটি বিত্তবানদের ত্রাণ কাজে সহায়তার আহ্বান জানান।
যে সমস্ত নম্বরে ত্রাণ তহবিলে টাকা পৌঁছাবেন :- সোনালী ব্যাংক, কসবা প্রেসক্লাব সঞ্চয়ী হিসাব নং:- ৪০০। ডাচ বাংলা মোবাইল ব্যাংক হিসাব নং :- ০১৫৫২৭১৪২৪৪০, বিকাশ নং:- ০১৭২২৯৯৪৪৮১।