লকডাউন না মেনে ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসায় সরাইল ৩ জনকে জরিমানা গুণতে হয়েছে। গতকাল রোববার উপজেলার কালিকচ্ছ বাজারে ভ্রাম্যমান আদালত কৃত অপরাধের দায়ে মোট ৪ হাজার ২শত টাকা জরিমানার আদেশ দেন। আদালত পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মোসা। সূত্র জানায়, কালিকচ্ছ বাজারে ১টি চায়ের দোকানিকে ২ হাজার, ১টিকে ১২ শত ও একটি কম্পিউটারের দোকানিকে ১ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। নির্বাহী ম্যাজিষ্ট্রেট এএসএম মোসা বলেন, লকডাউন চলাকালে সরকার অনুমোদিত ব্যবসা প্রতিষ্ঠান সমূহ ছাড়া অন্য কোন প্রতিষ্ঠান খোলা রাখার কোন বিধান নেই। আইন অমান্য কারীদের বিরূদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন অব্যাহত থাকবে। প্রসঙ্গত: একই অপরাধে সম্প্রতি তিনি আরো ৬ জনকে জরিমানা করেছেন।