বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ও প্রাদুর্ভাব এর কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় গর্ভধারিণী মা ও দুগ্ধজাত সন্তানের জন্য প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত মানবিক সহায়তা কর্মসূচি এর আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রশাসন খামার থেকে দুধ সংগ্রহ করে এক ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহন করেছেন। রোববার সকালে প্রকৃত খামারী থেকে দুধ ক্রয় করে উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর দ্বারা পরীক্ষা করে ১ লিটার পানির বোতলে প্যাক করে, দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে একশতজনকে ১ লিটার দুধ ও ১ টি করে স্যাভলন সাবান নিজ হাতে বিতরণ করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম ও সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান, এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা ভেটেরিনারি সার্জন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ। এই ব্যাতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নবীনগরবাসী।