রংপুরের পীরগাছায় লন্ডন প্রবাসী মতিউল ইসলাম ডাবলুর আর্থিক সহযোগিতায় উপজেলার পারুল ইউনিয়নের ৩ শতাধিক ব্যাটারী চালিত রিক্সা, ভ্যান ও অটো চালকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার দেউতি বাজারস্থ ওই প্রবাসীর বাড়িতে থানা পুলিশ ও গন্যমান্য ব্যক্তিদের সহায়তায় পারুল ইউপির প্রত্যেক মৌজার অসহায় চালকদের তালিকা করে চাল, ডাল, আটা, পিয়াজ, তেল, সাবান, মাস্ক ও কালোজিরা প্রদান করা হয়। এ সময় ওই প্রবাসী পক্ষে ইউনিয়ন আওয়ামীলগের উপদেষ্টা আলহাজ্ব বুলবুল আহম্মেদ, পীরগাছা প্রেসক্লাব সভাপতি এম খোরশেদ আলম, এএসআই হারুন, সাজু মিয়া, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি শাহনাজ পারভীন, রফিকুল ইসলাম বালিকা উচ্চবিদ্যালয়ের অভিভাবক সদস্য ও ময়না মাই এতিম খানার সহ-সভাপতি এমদাদুল হক, পারুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও মেহেরুন নেছা মহিলা হাফেজিয়া মাদ্রাসার সাধারন সম্পাদক সাইফুল ইসলাম কালু, সমাজ সেবক সেকেন্দার বাদশা, বেলাল হোসেন, শিক্ষক নজরুল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।