প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণে মহা সংকট মোকাবেলায় মানুষকে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য সেনা সদস্যরা হাতে প্লেকার্ড হ্যান্ড মাইক বাজিয়ে সচেতনতার লক্ষে গতকাল রোববার ভাণ্ডারিয়া বাজারে বাংলাদেশ সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রচারনা চালিয়েছে। প্রচারনা চলাকালিন অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি বানান এবং পচাঁবাসী মিষ্টি রাখার অভিযোগে পঞ্চানন ঘোষকে দশ হাজার এবং এক চায়ের দোকানীকে এক হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায় করা হয়। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমী) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম।