করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশে কাজকর্ম ছেড়ে ঘরে বসে থাকা নিম্ন আয়ের ১ হাজার দু:স্থ মানুষের মাঝে চাল, ডাল, আটা, সাবান ও তেলসহ খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা আওয়ামী লীগ।
রোববার দুপুরে নগরীর বেতপট্রিস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীন আহমেদ ও সাধারন সম্পাদক এডঃ রেজাউল করিম রাজু এসব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোতাহার হোসেন মাওলা, দফতর সম্পাদক আমিন মিয়াসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।