জামালপুরের মেলান্দহে কর্মহীন-হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণসমাগ্রী বিতরণ করেছে। ৫ এপ্রিল বেলা ১১টারদিকে কাঙ্গালকুর্শা গ্রামের যুবসমাজ এর আয়োজন করে। ফারুক টেলিকম, ইত্যাদি এন্টারপ্রাইজ ও ড্রাইভার লালন আর্থিক সহায়তায় ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন-ডা. আলাউদ্দিন, রবিউল, জসিম, লালন প্রমুখ। ৬০জন পরিবারের প্রতিজনকে ৪ কেজি চাল, ১কেজি আলু, আধা কেজি ডাল-চাল, মাস্ক এবং সাবান বিতরণ করা হয়।