নওগাঁর পোরশায় খাস পুকুরের পানি সেচকে কেন্দ্র করে বিবাদমান দু,পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার উপজেলার তেঁতুলিয়া ইউপি’র তালপুকুর গ্রামে। আহতরা হলো তালপুকুর গ্রামের আদু বাবুর ছেলে ইদ্রিস(৩০), জাহিদুর(৩৫) ও মোকছেদুল(৪০), মৃত লৎফর সরকারের ছেলে সাহেব বাবু(২৮), মৃত গিয়াশ সরকারের ছেলে শফিকুল ইসলাম(৪০), খাইরুলের ছেলে সাদেকুল(২০), মৃত দোস্ত মোহাম্মেদের ছেলে রমজান(২৫), হাই বাবুর ছেলে শহিদুল(৩৫) ও আনোয়ারুল(৪০), তাইজদ্দিনের ছেলে মাইনুল(৩০) ও মোজাহারুল(৩৮), আজাদ সরকারের ছেলে সাইফুল(৩৫), জান মোহাম্মাদের ছেলে শাহাজাহান(৩৫), ফজলুর ছেলে শামসুল(৩০) এবং মাইনুলের ছেলে নাইম(২২)। এদের মধ্যে গুরুতর আহত রমজান, শহিদুল, আনোয়ারুল ও শামসুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকিঁ আহতদের পোরশা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। পোরশা থানা কর্মকর্তা ইনচার্জ শাহিনুর রহমান জানান, বিষয়টি আমরা অবগত হয়েছি। কোন পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।