করোনা ভাইরাস সংক্রমন ঠেকাতে সামাজিক দুরত্বের নিষেধাজ্ঞা অপেক্ষা করে ইন্দুরকানী উপজেলার বিভিন্ন স্থানে প্রতিনিয়ত বসছে হাট বাজার দোকানপাটে গণজামায়াত। সরকারের নির্দেশ অমান্য করে এসব বাজারে উপস্থিত হচ্ছে জনসাধারন। মানুষ ঘরে থাকার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। তিনি শনিবার বিকালে ৫.৩৬ মিনিটে ফেসবুক স্ট্যাটাসে লিখেন, শহরে বাসা থেকে বের না হলে বেশ কষ্টকর কিন্তু গ্রামে অনেক আরামদায়ক জীবন। কেননা খোলামেলা বাড়ী ঘর, বাড়ীর উঠান আঙিনা বা দহলিজ,পুকুর পাড় / ঘাট, ক্ষেত খামার,নদী। সবুজ শ্যামল চারদিকে। তাদের বাজার করা লাগতেই পারে তবে বাজারে আড্ডাবাজি বা গণজামায়ত এর কোন দরকার আছে বলে মনে হয় না । তবুও গ্রামের বাজারে বাজারে হাজার হাজার লোক। নেই কোন ভয়,চিন্তা,উদ্যোগ উৎকন্ঠা। যখনি যে এলাকায় যাই বাজার খালি, ফিরে আসা মাত্র জনারন্যের খবর পাই। এ যেনো টম এ- জেরির খেলা। উপজেলা প্রতিটি বাজারে বাজারে একই অবস্থা। ইন্দুরকানী উপজেলায় যেহেতু গ্রামের আবহে থাকি তাই বিনা কারণে গ্রামের মানুষদের গনজামায়ত কারণ খুঁজে পাইনা। হয়তো আমরা বীরের জাঁতি বলে নয়তো এমন ভয়াবহ দুর্যোগে কিছুটা হলেও সাবধানে থাকতাম।
সরেজমিনে দেখা যায়, রোববার কয়েক জায়গায় ঘুরে কাউকে নিরাপদ স্থানে দুরত্ব বজায় না রেখে হাটবাজারে বেচাকেনা করতে দেখা যায়। শুধু ইন্দুরকানী সদর বাজারই সীমাবদ্ধ নেই। উপজেলা বিভিন্ন বাজারেই দেখা লোক সমাগম। নির্দেশনা না মেনেই প্রত্যেক দিনই চলছে এসব হাট বাজার। এ ব্যাপারে সাংবাদিকদের জানানা-
ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ বলেন,প্রাণঘাতি করোনা ভাইরাসে প্রতিরোধে জন্য বিভিন্ন সময় মাইকিং করে প্রচার প্রচারনা করা হয়, সেনাবাহিনী টহল,ইন্দুরকানী থানা পুলিশ, মোবাইল টিমের মাধ্যমে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য চেষ্টা চলছে। সংকটময় সময় যারা নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।