মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে ৫ শতাধিক পরিবারের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মহিউদ্দিন ঠাকুর।
মহিউদ্দিন ঠাকুর জানান, করোনায় গৃহবন্দী ৫ শতাধিক নিম্ন আয়ের পরিবারের মাঝে পাঁচ কেজি করে চাল, দেড় কেজি করে আলু, এক কেজি করে ডাল, এক লিটার করে তেল বিতরণ করা হয়েছে। তিনি আরো জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী জনজমায়েত না করে মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
এদিকে খাদ্য বিতরণ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান সাদী, বিশিষ্ট সমাজ সেবক আলী আহমদ ঠাকুর প্রমূখ।