প্রাণঘাতি করোনাভাইরাস মোকাবেলায় জনসাধারণকে সচেতন করার জন্য মূকাভিনয়ের মাধ্যমে জনসাধারণকে সচেতন করছেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন। শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার নলতা বাজার, মৌতলা বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় তিনি এ সচেতনতামূলক প্রচার করেন। পরবর্তীতে বেলা ১২ টার দিকে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম এর উদ্যোগে কালিগঞ্জ থানা চত্ত্বরে ৫২ ব্যক্তির প্রত্যোককে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি তেল, ১ কেজি ডাল, ১ পিস সাবান ও ১ বোতল হ্যান্ড স্যানিটাইজারের সমন্বয়ে একটি প্যাকেজ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি কাজী রওনাকুল ইসলাম দুলাল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, বিশিষ্ট ব্যবসায়ী মতিয়ার রহমান, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, সাংবাদিক হাবিবুল্লাহ বাহার, আতিকুর রহমান প্রমুখ। কালিগঞ্জ থানার ওসি দেলোয়ার হুসেন জানান, সরকারের গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে গরীব অসহায় ব্যক্তির মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে উল্লেখ্য করে তিনি বলেন, সবাইকে সরকারি নির্দেশ মেনে নিজ নিজ বাড়িতে অবস্থান করতে হবে। সাধারণ মানুষ যাতে ঘরের বাইরে না আসে সেজন্য প্রতিনিয়ত পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে।
এদিকে, থানা প্রশাসনের পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক রাসেল ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী উপজেলার বিভিন্ন এলাকায় যেয়ে মানুষকে ঘরে থাকার আহ্বান জানাচ্ছেন। সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য সবাইকে সতর্ক করা হচ্ছে। গত দু’দিনে বিভিন্ন হাট বাজারে সামাজিক দূরত্ব বজায় না রাখার কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে পথচারী ও ব্যবসায়ীদের জরিমানা করেছেন।