কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করণে সচেতনামূলক কার্যক্রম করে ১৭ হাজার ৪ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (০৪ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।
এই ভ্রাম্যমাণ আদালতের কাজে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (০৪ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত হোসেনপুর বাজার, রামপুর বাজার, পিতলগঞ্জ বাজার, হাজীপুর বাজার ও নতুন বাজারে সামাজিক দূরত্ব নিশ্চিত করণে সচেতনতামূলক কার্যক্রম করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সরকারি আদেশ অমান্যকরণে দন্ডবিধি ১৮৬০ এবং সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০টি মামলায় ১৭ হাজার ৪ শত টাকা জরিমানা করা হয়।
করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে এই ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানান তিনি।