প্রাণঘাাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ থাকার সন্দেহে শেরপুরের নকলা উপজেলার ২নং নকলা ইউনিয়নের ধনাকুশা গ্রামের মা সুফিয়া বেগম ও ছেলে মাসুদের সংগৃহীত নমুনার রিপোর্ট নেগেটিভ হওয়ায় তাদের দুটি বাড়ির লকডাউন তুলে নিয়েছেন উপজেলা প্রশাসন।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান ওই বাড়িতে গিয়ে লকডাউন তুলে নেয়ার ঘোষণা দেন । এসময় উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মো. মজিবুর রহমান, নকলা থানার ওসি আলমগীর হোসেন শাহ, নকলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান সুজাসহ এলাকার সুশীলজন সামাজিক দুরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন।
নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান জানান , ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাব থেকে পাঠানো আমরা তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছি। রিপোর্ট নেগেটিভ এসেছে। তাই ওই গ্রামের দুটি বাড়ির লকডাউন তুলে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, করোনা আক্রান্ত সন্দেহ করা ধনাকুশা গ্রামের ছেলে রিক্সা চালক মাসুদ ৬ দিন আগে ঢাকা থেকে বাড়ি আসে। তার সর্দি, জ্বর , পাতলা পায়খানায় ও গলা ব্যাথার উপসর্গ ছিল। ২ এপ্রিল তার মা একই উপসর্গে অসুস্থ্য হয়ে পড়েন। পরে উপজেলা প্রশাসন ধনাকুশা গ্রামে মা ও ছেলের অবস্থান করা বাড়িটিসহ আরো একটি বাড়ি লকডাউন করার ঘোষণা দেয়। এছাড়া দুটি বাড়ির বাসিন্দাদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয় । পরে আইইডিসিআরের নির্দেশনায় একটি মেডিকেল টিম তাদের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে পাঠায় ।