আশাশুনি উপজেলার খাজরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার দখলীয় খাস খতিয়ানভুক্ত জমি ও মৎস্যঘের জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল ৮টার দিকে খাজরা-আনুলিয়া ইউনিয়নের সীমান্তবর্তী স্লুইস গেট এলাকায় এঘটনা ঘটে।
এলাকাবাসী ও থানায় দাখিলকৃত অভিযোগ সুত্রে জানাগেছে, খাজরা ইউনিয়ন পরিষদ সংলগ্ন ওয়াপদার একোয়ারকৃত জমি রয়েছে। ওই জমির মধ্যে ১০ বিঘা জমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার কাজে দীর্ঘদিন ব্যবহার করা হচ্ছে। জমিতে মৎস্য ঘেরে উৎপাদিত মাছ বিক্রি করে হেফজখানার ছাত্র ও এতিম ছেলেমেয়েদের লেখাপড়ার কাজে লাগানো হয়ে থাকে। শনিবার সকালে মৃত রহমান মোল্যার পুত্র সিদ্দিক মোল্যার নেতৃত্বে আলতাফ হোসেন লিটন, সাইদুল ইসলাম, বাবুল আক্তার, কাজল আক্তার, সদর মোল্যার পুত্র সাইফুল মোল্যাসহ অজ্ঞাত ৬/৭ ব্যক্তি ওই মৎস্য ঘেরে জোর পূর্বক প্রবেশ করে ঘেরের বাসা ভাংচুর ও মালামাল লুট করা হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ জানতে পেরে এগিয়ে গেলে তারা পালিয়ে যায়। লুটকারীরা লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে বলে মাদ্রাসার সুপার হাফেজ আজিজুল ইসলাম জানান। এ ঘটনায় পিরোজপুর গ্রামের মৃত আঃ হামিদের ছেলে আজিজুল ইসলাম বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।