আশাশুনি উপজেলার কুল্যায় করোনা ভাইরাস প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদ হলরুমে সামজিক দূরত্ব বজায় রেখে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দকে করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন, কুল্যা ইউপি চেয়ারম্যান আবদুল বাছেত আল হারুন চৌধুরী। সভায় ঘাতক করোনা ভাইরাস প্রতিরোধে ইউনিয়নের সকল ওয়ার্ডের নেতাকর্মীকে সচেতনতার সাথে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাফেরা করা এবং সকলকে এ বিষয়ে সচেতন করতে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীবৃন্দ তাদের নিজ নিজ ওয়ার্ডের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এর আগে ইউনিয়ন পরিষদের দফাদার ও গ্রাম পুলিশদের সাথে করোনা ভাইরাস প্রতিরোধে মতবিনিময় ও বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদান করেন ইউপি চেয়ারম্যান।