জামালপুরে করোনা সন্দেহে গত দুই দিনে ১৩ ব্যক্তির নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে প্রেরণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। জানাযায়,গত শুক্রবার ও শনিবার জেলার ৭ উপজেলা থেকে এসব নমুনা সংগ্রহ করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশে জামালপুর স্বাস্থ্য বিভাগ জেলার প্রতিটি উপজেলা থেকে করোনায় সন্দেহ ভাজন ব্যক্তিদের নমুনা সংগ্রহ করছেন। বিশেষ করে বিদেশ ফেরত অথবা করোনা সন্দেহ ভাজন হোম কোয়ারেন্টিনে থাকা এসব ব্যক্তিদের সংগৃহীত নমুনা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন এসব নমুনার ফলাফল আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এদিকে জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের পশ্চিম মেষ্টা গ্রামের তুলা মিলের এক শ্রমিক ঢাকা থেকে জ¦র-সর্দি নিয়ে বাড়ি আসেন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে প্রশাসনের সহযোগিতায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ওই ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়।
ডেপুটি সিভিল সার্জন একেএম শহিদুজ্জামানের নেতৃত্বে একটি মেডিক্যাল টিম তার নমুনা সংগ্রহ করে সারা জেলায় এপর্যন্ত ১৩ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
এ বিষয়ে জামালপুরের সিভিল সার্জন ডাঃ মো.আবু সাঈদ বলেন যদি ১৩জনের মধ্যে কারো ফলাফল পজেটিভ আসে তাহলে তাকে আইসোলেশনে রাখা হবে এমনকি স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তার বাড়ি ও পাশর্^বর্তি এলাকা লকডাউন ঘোষনা করা হবে। আর যদি ফলাফল নেগেটিভ আসে তাহলে সন্দেহ ভাজনদেরকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হবে বলে জানিয়েছেন।
তিনি আরো বলেন,বর্তমানে জামালপুরে করোনায় আক্রান্ত ব্যক্তিদের জন্য ”জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ”হাসপাতালে ৫০ শয্যার কোয়ারেন্টাইন এবং ৫০ শয্যার আইসোলেশন হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে বলে জানান।