শেরপুরের নকলা উপজেলার ধনাকুশ গ্রামে করোনা ভাইরাস সংক্রমণের আশংকায় লকডাউনকৃত বাড়ির লকডাউন প্রত্যাহার করেছে উপজেলা প্রশাসন।
কথিত বাড়ির এক যুবক ঢাকায় রিকশা চালাতেন। সপ্তাহখানেক আগে বাড়িতে এসে সর্দী, কাশি, জ্বর পাতলা পায়নায় আক্রান্ত হলে স্থানীয় জনমনে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নকলার ইউএনও জাহিদুর রহমান এবং টি এইচ ও ডা. মজিবর রহমান গত ২ এপ্রিল (বৃহস্পতিবার) ঘটনাস্থল পরিদর্শন করে বাড়িটি লকডাউন ঘোষনা পূর্বক করোনা উপসর্গ সন্দেহে রিকশা চালক ও তার মায়ের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল করোনা সনাক্তকরণ ল্যাবে প্রেরণ করে। রিপোর্টে আলোচিত ২ জনের করোনা সংক্রমণ না পাওয়ায় শনিবার দুপুরে বাড়িটির লকডাউন প্রত্যাহার করা হয়েছে বলে জানান ইউএনও জাহিদুর রহমান।
তবে জরুরী প্রয়োজন ব্যতীত কাউকে বাড়ির বাহিরে না যাওয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে নির্দেশ দেন।