করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে জনগণকে সচেতন করার পাশাপাশি শনিবার দুপুরে নকলা উপজেলায় ঢাকাণ্ডশেরপুর মহাসড়কে ও যানবাহনে জীবানু নাশক স্প্রে করা হয়েছে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে নকলা থানার ওসি আলমগীর হোসেন শাহসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আমিনুল ইসলাম জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতার লক্ষ্যে জেলার প্রত্যেক থানায় মাইকিং এর মাধ্যমে প্রচারণাসহ লিফলেট বিতরণ ও জীবানু নাশক স্প্রে চলমান রয়েছে।