করোনা পরিস্থিতিতে কুড়িগ্রামে ঘরে অবস্থানরত শ্রমজীবী ১ হাজার ২শ’ পরিবারে খাদ্য সামগ্রী হিসেবে চাল, আলু ও ডাল বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাফিজার রহমান সাজু পৌরসভায় অবস্থিত তার নাজিরাস্থ বাড়িতে ব্যক্তিগত উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় খাদ্য সামগ্রী পাওয়ার আশায় শতশত মানুষ সেখানে ছুটে আসে। পরবর্তীতে একটন চাল এনে তাদেরকেও তিন কেজি করে চাল বিতরণ করা হয়।