নওগাঁর সাপাহার উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বিশিষ্ট সমাজসেবী আবদুল বারী শাহ্ চৌধুরী (বাবু) তার ব্যক্তিগত তহবিল হতে প্রায় ২০০ কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
শনিবার দুপুরে আবদুল বারী শাহ্ চৌধুরীর পক্ষে সাপাহারের হতদরিদ্র, দিনমজুর, ইজিবাইক চালক, ভ্যান চালক সহ অসহায় দু’শ পরিবারের মাঝে জন প্রতি ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১কেজি আলু, ১কেজি তেল ও ১টি করে সাবান দেয়া হয়। আবদুল বারী শাহ্ চৌধুরীর পক্ষে এ ত্রান বিতরণ কার্যক্রম পরিচালনা করেন
ভাগিনা অনিক চৌধুরী, এ সময় তাকে সহযোগীতা করেন সাপাহার উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান সমাপণ, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন প্রমূখ।