জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য, সরোয়ার হোসাইন শান্ত ও তার তিন ভাইয়ের ব্যক্তিগত উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে ঘরে থাকা বিপাকে পড়া অসহায়, নিম্ন আয়ের মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
গত ৪ এপ্রিল শনিবার সকালে ১০কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি আলু, ১কেজি তেল, ১ কেজি লবন, আধা কেজি পেঁয়াজ, আধা কেজি কাঁচা মরিচসহ ১টি সাবান ব্যাঘে ভর্তি করে মোট ৭০টি দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করেন।
আওয়ামী নেতা শান্ত বলেন, দেশের এই দুর্যোগ মোকাবেলায় অসহায় মানুষের পাশে থাকা মানবিক কাজ। দেশে দূর্যোগপূর্ণ মুহুর্তে অসহায় নিম্ন আয়ের মানুষের জন্য সরকারের পাশাপাশি যারযত টুকু সাধ্যনুযায়ী সমাজের বিত্তবানদের খাদ্য সহায়তায় এগিয়ে আসা উচিত। তিনি আরো বলেন,তাদের সাধ্যমত সহযোগিতা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।
তিনি আরো বলেন আসুন,সকলে মিলে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে চলি। অযথা কেউ ঘুরাফেরা না করি। নিজের পরিবারকে নিরাপদে রাখতে ঘরে থাকি। অন্যদেরকে নিরাপদ রাখতে সকলকে উদ্বোদ্ধ করি। আর প্রাণী জগত রক্ষায় এক সাথে বিশ্বকে করোনা ভাইরাসকে জয় করে মানবিক বিশ্ব গড়ে তুলি।