চাঁদপুরের কচুয়ার ১নং সাচার ইউপির চেয়ারম্যান ওসমান গনি মোল্লা (৫৫) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। শনিবার (৪ এপ্রিল ২০২০) সকাল ৯ ঘটিকায় রাগদৈল গ্রামে দু’পক্ষের বিরোধকৃত জমি মাফজোক করার সময় দু’পক্ষের কথাকাটাকাটির সময় তার মৃত্যু হয়। শনিবার বাদ জোহর সাচার বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে ১ম জানাযা নামাজ ও বাদ আচর রাগদৈল আলীয়া মাদ্রাসা মাঠে ২য় জানাযা নামাজ শেষে মরহুমের রাগদৈল গ্রামে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে। মরহুম ওসমান গনির মৃত্যুতে চাঁদপুরের কচুয়া উপজেলাসহ দেশের বিভিন্ন স্থানে এবং বিভিন্ন দেশে অবস্থানকৃত প্রবাসী বাংলাদেশীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
ওসমান গনি মোল্লা ১নং সাচার ইউপির পর্যায়ক্রমে ২বার চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি রাগদৈল আই এম দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। ব্যক্তি জীবনে তিনি বিয়ে করেননি। মৃত্যুকালে তিনি ১ ভাই ও ১ বোন রেখে যান।
দু’বার চেয়ারম্যান নির্বাচিত হলেও কারও টাকা বা কোন কিছুর প্রতি তাঁর বিন্দু পরিমান লোভ ছিলনা। অর্থের সংকটে তিনি পায়ে হেঁটেই বিভিন্ন শালিস-দরবারসহ দাপ্তরিক কাজে আসা-যাওয়া করতেন। তার আকস্মিক মৃত্যুতে ১নং সাচার ইউপির জনগণসহ উপজেলায় শোকের ছায়া নেমে আসে।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন চাঁদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার শহিদুল ইসলাম, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম এহছানুল হক মিলন, ৩নং বিতারা ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ হযরত আলী মোল্লা, মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, ৩নং বিতারা ইউপির সাবেক চেয়ারম্যান আবদুর রাজ্জাক মাষ্টার, বর্তমান চেয়ারম্যান ইসহাক শিকদার, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন, কচুয়া উপজেলা যুবদলের সভাপতি মোঃ মহিউদ্দিন মজুমদার, সাচার বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বটুকৃঞ্চ বসু, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ খোরশেদ আলম শিকদার, বর্তমান সভাপতি মোঃ রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ জিসান আহমেদ নান্নু প্রমুখ।
অধ্যাপক ডাক্তার শহিদুল ইসলাম বলেন, চেয়ারম্যান ওসমান গনি মোল্লা একজন সৎ নিষ্ঠাবান লোক ছিলেন। তার মত একজন ভাল মানুষ ভাল চেয়ারম্যানকে হারিয়ে আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে, যা অপুরণীয়। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক এটাই সর্বশেষ প্রত্যাশা।