চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীস্থ জামিজুরী গ্রামে আজ শনিবার ভোর রাতে আবদুল আলীম ফকির বাড়ির শাহ আলমের পরিবারকে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে লগডাউন করে রেখেছেন চন্দনাইশ উপজেলা প্রশাসন। জানা যায় গত শুক্রবার চট্টগ্রাম শহরের চকবাজার থানাস্থ দামপাড়া এলাকার ১নং গলিতে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় ৬টি বাড়িকে লগডাউন করেন জেলা প্রশাসন। এদিকে করোনা আক্রান্ত ব্যক্তি যাদের সাথে মেলামেশা করেছেন তাদের মধ্যে চন্দনাইশ উপজেলার জামিজুরি গ্রামের শাহ আলম ও তার পরিবারের ১৫জন সদস্য রয়েছে। চন্দনাইশ উপজেলার স্বাস্থ্য ও প:প; কর্মকর্তা ডাক্তার মো: শাহীন হাসান চৌধুরী সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।