শেরপুরের নকলা উপজেলার কলাপাড়া গ্রামের কর্মহীন ও অসচ্ছল শতাধিক পরিবারের সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে কলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এআর মিন্টু ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে ১০৩ টি পরিবার প্রধানদের হাতে ১০ কেজি চাল, ২ কেজি আলু, আধা কেজি ডাল ও আধা লিটার সয়াবিন তেলের প্যাকেট তুলে দেওয়া হয়।
সামাজিক দূরত্ব বজায় রাখতে ও জনসমাগম এড়াতে আগে থেকেই কলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সহায়তার প্যাকেট প্রস্তুত করে দূরে দূরে রাখা হয়। পরে সহায়তা নিতে আসা লোকজনরা দায়িত্ব প্রাপ্ত একজনের কাছ থেকে টোকেন সংগ্রহ করে সেখান থেকে প্যকেট নিয়ে হাসিমাখা মুখে নিজ নিজ বাসা-বাড়িতে ফিরে যান।
এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সুপ্রীম কোর্টের সাবেক ডেপুটী এটর্নী জেনারেল অ্যাডভোকেট খুরশীদুল আলম, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ও উপজেলা ডিবেটিং সোসাইটির সভাপতি আলমগীর আজাদ, কলাপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক শহিদুল আলম, পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ছাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোকলেছুর রহমান বাবু, দপ্তর সম্পাদক লোকমান হোসেন রুবেল, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান স্মৃতি সংসদের সদস্য মাহবুবুর রহমান, সমাজ উন্নয়ন সংঘের দপ্তর সম্পাদক রোকন উজ্জামান রনিসহ এলাকার অনেকে উপস্থিত ছিলেন।
এআর মিন্টু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, ইজি বাংলার প্রোপাইটার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)’র ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন কমিটির সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান মিন্টু বলেন, আমি রাজধানী ঢাকায় অবস্থান করলেও নিজের জন্ম স্থান তথা নিজ জেলা-উপজেলার মানুষকে মনেপ্রাণে ভালোবাসি। এ ভালোবাসার টানে তিনি যেকোন সংকটময় মুহুর্তে নিজ এলাকার অসহায় ও অসচ্ছল পরিবারের লোকদের পাশে দাঁড়িয়ে নিজেকে ধন্য মনে করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জাহাঙ্গীর আলেম বলেন, উপজেলার কর্মহীন ও অসচ্ছ্বল ৩ হাজার ৬০০ পরিবারের মাঝে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় হতে প্রাপ্ত অনুদানের চাল ও অনুদান বরাদ্দ পাওয়া গেছে। ৩ হাজার ৬০০ পরিবারের প্রতি পরিবারের জন্য ১০ কেজি করে চাল ও ৪৫ টাকা করে মোট ১ লাখ ৬২ হাজার টাকা বরাদ্দ রয়েছে। জনসংখ্যার ভিত্তিতে পৌরসভার মেয়র ও ইউনিয়নের চেয়ারম্যানগনের কাছে বরাদ্দকৃত চাল ও অনুদানের টাকা পৌঁছে দেওয়া হেয়েছে।