কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ৯ শত হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার ৬টি ইউনিয়নে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপকমিটির সাবেক সদস্য মো. আনোয়ারুল কবীর এসব খাদ্যসামগ্রী বিতরণের ব্যবস্থা করেন।
ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সহায়তায় চাল, ডাল, আলুসহ খাদ্যসামগ্রী হতদরিদ্র ও কর্মহীন মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন-হোসেনপুর পৌরসভার মেয়র আবদুল কাইয়ুম খোকন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রহিম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এম এ হালিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মানিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন, যুবলীগ নেতা আবুহান মোস্তুফা কামাল রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রাকিবুল হাকিম তানিম, উপজেলা ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান মোখলেছ, ইয়াসিন আরাফাত শুভ প্রমুখসহ অন্যান্য দলীয় নেতাকর্মীরা।