ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা প্রশাসনের সাথে শুক্রবার ইউএনও’র কক্ষে সভা করেছে সেনাবাহিনীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট ফোরইস্ট বেঙ্গল রেজিমেন্ট ২২২ বিগ্রেড এর রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি ক্যাপ্টেন সিহাব। এ সময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার সোহাগ চন্দ্র সাহা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম থানা পরিদর্শক আবদুল মান্নান প্রেস ক্লাব সভাপতি ফারুক আহাম্মদ সরকার ইউপি চেয়ারম্যান মাহবুব আলম জমিরুল ইসলাম আবদুর রউফসহ ৮ ইউপির চেয়ারম্যানরা।
সভায় সামাজিক দুরত্ব বজায় রেখে চলাফেরা নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া অন্যান্য দোকান বন্ধ রাখা ও গ্রামের মানুষকে ঘরে থাকার আহবান জানিয়ে প্রচারণা করা।বিদেশ ফেরতসহ জেলার বাইরে থেকে আসা ব্যক্তিদের হোম কোয়ারান্টাইনে থাকা নিশ্চিত করা এবং হাট-বাজারগুলোতে জনসামগম থেকে বিরত রাখার পদক্ষেপ নেওয়ার বিষয়ে বিস্তর আলোচনা হয়। এছাড়াও স্থানীয় প্রশাসনের সাথে সম্বন্বয় করে শুক্রবার থেকেই উপজেলা জুড়ে টহল জোরদার করবে সেনাবাহিনী বলে সভা সুত্রে নিশ্চিত হওয়া গেছে।