মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে দ্বন্দের জেরে ১ জেলে নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৭ টায় চরবলাকির কাছে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ইন্দ্রজিৎ দাস(৩৫) হবিগঞ্জের মুরাকুড়ি লাখাইয়ের মৃত শ্রীচরণ দাসের পুত্র। পুলিশ জানায় শুক্রবার সকালে চরবলাকির মেঘনা নদীতে একই জায়গায় ব্রাক্ষনবাড়িয়ার নাসিরনগরের ঝন্টু দাসের পুত্র পিন্টুদাস এবং ইন্দ্রজিৎদাস কাচকি মাছ ধরার উদ্যোগ নেয়,এ নিয়ে কথা কাটকাটির একপর্যায়ে পিন্টু ু দাস,ইন্দ্রজিৎদাসকে বাঁশ দিয়ে আঘাত করলে নদীতে ছিটকে পড়ে। খবর পেয়ে পুলিশ সহায়তায় ডুবুরি দল বেলা ১২ টায় ইন্দ্রজিতের লাশ উদ্বার করে। এ ঘটনায় অভিযুক্ত পিন্টুদাসকে আটক করেছে পুলিশ এবং গজারিয়া থানায় মামলা হয়েছে।