শ্রীনগরে করোনার প্রভাবে খেটে খাওয়া নিম্ন আয়ের কর্মহারা বাছাইকৃত ১১’শত পরিবারের মাঝে হাজী আঃ রাজ্জাক এ- আনোয়ারা বেগম মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়ন পরিষদ ভবনে ইউপি চেয়ারম্যান হাজী মো. বাবুল হোসেন বাবু ও তার ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী শাকিল আরমান হুমায়ূন এই খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় ওই ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ড সদস্যবৃন্দ ও ইউপি সচিব উপস্থিত ছিলেন।
করোনা রোধে ইউনিয়নের কর্মহীন ও দিনমজুর প্রতিটি পরিবারকে ৮ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার ভোজ্য তেল ও ১ কেজি করে পিয়াজ দেওয়া হয়। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্যরা অসহাদের বাড়িতে বাড়িতে গিয়ে এই খাদ্য সহায়তা পৌছে দিচ্ছেন।
এর আগে গত ২৭ মার্চ করোনা ভাইরাস সংক্রমণ রোধে ও জনসচেতনতায় ইউনিয়নব্যাপী ব্যক্তি উদ্যোগে প্রায় ৩ হাজার মাস্ক ও হাত ধোয়ার সাবান বিতরণ করেন কুকুটিয়া ইউপি চেয়ারম্যান হাজী মো. বাবুল হোসেন বাবু।