পিরোজপুরের নাজিরপুরে জেলা পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান ও নাজিরপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. মিজানুর রহমান দুলালের উদ্যোগে পৃথক ভাবে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। করোনা প্রতিরোধে কর্মহীন অসহায়দের মাঝে শুক্রবার এ খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
জেলা পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান জানান, তিনি ওই দিন সকালে পর্যাক্রমে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া বাজারে, দেউলবাড়ি ইউনিয়নের গাওখালী ও উপজেলা সদর নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলার ৯টি ইউনিয়নের মোট ৪ শত কর্মহীন অসহায়দের মাঝে এ খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এ সময় প্রতিটি প্যাকেটি ১০কেজি চাল, ২কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১কেজি ডাল, আধা লিটার ভোজ্য তেল, ১ কেজি লবন ও ২টি সাবান প্রদান করা হয় এবং উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. মিজানুর রহমান দুলাল জানান, তার নিজস্ব অর্থায়নে উপজেলার ৯টি ইউনিয়নের ৬শত কর্মহীন পরিবারের বাড়িতে বাড়িতে ৬ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ কেজি পিয়াজ, আধা কেজি ভোজ্য তেল ও ১টি করে সাবান পৌছে দেয়া হয়েছে।