জয়পুরহাটের কালাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মোহাইল গ্রামে নিজ গরুর কামার ঘরে বৈদ্যুতিক তারে হাত লেগে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার মোহাইল গ্রামের মফিজউদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মোহাইল গ্রামের মফিজউদ্দিনের স্ত্রী বেগম (৪৫) শুক্রবার দুপুরে গরুর কামার ঘরে গরুকে বাতাস দেওয়ার জন্য ফ্যান দিতে গেলে সুইচের বৈদ্যুতিক তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। এই ঘটনায় প্রতিবেশীরা এগিয়ে এসে দ্রুত তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইমতিয়াজ জামান তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়টি নিশ্চিত কালাই থানার কর্মকর্তা ইনচার্জ আবদুল লতিফ খান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু খবর শুনার পরেই পুলিশ ঘটনাস্থলে যায়। আর ঐ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।