করোনার ভাইরাসের কারণে জয়পুরহাটের কালাইয়ে কর্মহীন, অসহায়, অচ্ছল ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিন এবং ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণারয়ের ব্যবস্থাপনায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকালে উপজেলার ২শ জন কর্মহীন, অসহায়, অচ্ছল ও নিম্ন আয়ের মানুষের মাঝে চাল, আলু, ডাল, তেল ও লবন বিতরণ করেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হেলাল উদ্দীন মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন পারভেজ, কালাই থানার কর্মকর্তা ইনচার্জ আবদুল লতিফ খান, উপজেলা প্রশাসক সাইফুল ইসলাম, পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর সাজ্জাদুর রহমান কাজল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান রত্না রশিদ প্রমুখ।
এসময় উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হেলাল উদ্দীন মোল্লা বলেন, দেশে যতদিন করোনা সংকটে থাকবে ততদিন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিন থেকে এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন পক্ষ থেকে এই সহায়তা অব্যাহত থাকবে।
অন্যদিকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত খাদ্যসমাগ্রীর বস্ত উপজেলার দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন কালাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন পারভেজ।
বৃহস্পতিবার বিকেলে তিনি সদর উপজেলায় করোনায় কর্মহীন দিনমজুর, রিক্সা চালক, ভ্যান গাড়িচালক, হোটেল-রেস্টুরেন্ট শ্রমিক, ফেরিওয়ালা, চা-পানের দোকানদার, ভিক্ষুক, ভবঘুরে এমন ২১০ পরিবারের কাছে বিতরণ করেন।
এসময় বেসরকারি সকল প্রতিষ্ঠান, এনজিও এবং জনপ্রতিনিধিকে একসাথে কাজ করার অনুরোধ করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন পারভেজ।