কুড়িগ্রামের রাজারহাটে ক্রেতাদের দুরত্ব বজায় না রাখায় ২এপ্রিল বৃহস্পতিবার রাতে শিফা ওষুধের দোকানের মালিক সাইফুল ইসলাম (৪১) এর ৫০হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার রাজারহাট বাজারের সোনালী ব্যাংক চত্বরে শিফা ওষুধের দোকানের মালিক সাইফুল ইসলাম (৪১) কে ক্রেতাদের দুরত্ব বজায় রাখার জন্য বৃত্ত দেয়ার নির্দেশ প্রদান করেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনাবাহিনীর টহম টিম। কিন্তু নির্দেশনা না মেনেই হরহামেশাই সে ব্যবসা চালিয়ে যায়। বিষয়টি গত ২এপ্রিল বৃহস্পতিবার রাত ৮ ঘটিকার সময় ভ্রাম্যমান আদালতের নজরে আসলে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাঃ যোবায়ের হোসেন অভিযান পরিচালনা করে তাকে আটক করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন। পরে তাকে আটক করে রাজারহাট থানায় নিয়ে যাওয়া হলে ৫০ হাজার টাকা প্রদান করলে মুছলেখা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়। ৩এপ্রিল শুক্রবার বিষয়টি রাজারহাট থানার কর্মকর্তা ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার নিশ্চিত করেছেন।