রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান নিজস্ব অর্থায়নে শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে পুষ্টিকর খাদ্য মাছসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন।
শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় উপজেলার আড়ানী পৌরসভার রেলস্টেশনের নুরনগর এলাকায় শতাধিক নিম্ন আয়ের মানুষদের মাঝে বাড়ি বাড়ি গিয়ে পুষ্টিকর মাছসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্য ছিল ৫ কেজি চাল, এক কেজি আলু, আধাকেজি ডাল, আধাকেজি পেঁয়াজ, আধাকেজি তেল, আধাকেজি লবণ, একটি সাবান, আধাকেজি মাছ, এক কেজি বেগুন।
এ বিষয়ে আড়ানী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান বলেন, করোনাভাইরাসের কারণে সরকার মানুষকে গৃহে থাকার নির্দেশ দিয়েছেন। এ কারণে মানুষ ঘর থেকে বের হচ্ছে না। ফলে খেটে খাওয়া মানুষ খুব কষ্টে দিন কাটাচ্ছে। তাই আমি নিম্ন আয়ের মানুষদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় কিছু দরিদ্র মানুষের বাড়িতে গিয়ে আমার ব্যক্তিগত অর্থায়নে পুষ্টিকর খাদ্যসহ খাবারের ব্যবস্থা করছি।
এ সময় উপস্থিত ছিলেন আড়ানী পৌর আ.লীগের সভাপতি শহীদুজ্জামান শাহীদ, সহ-সভাপতি সাইদুর রহমান, স্থানীয় নজরুল ইসলাম প্রমুখ।