করোনা ভাইরাসের এই দুর্যোগে বিশ্ব যখন থমকে গেছে, আমাদের দেশে সচেতন হতে পারেনি এখনো অনেকে। সেনাবাহিনী, র্যাব, পুলিশসহ বিভিন্ন দপ্তর নানা কার্যক্রম হাতে নিয়েছে। জনগণকে সচেতন করতে মাঠে রয়েছে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। বার বার বিভিন্ন মাধ্যমে এবং সরাসরি জনগনকে সচেতন থাকার পরামর্শ দিলেও অনেকাংশে কাজ হচ্ছে না।
ভোরের পাইকারী মাছ বাজার ও কাচাঁবাজার বা সব্জী বাজারে পাইকার ও খুচরা বিক্রেতাদের ভীর দেখাগেছে। সামাজিক দুরত্ব ও মাস্ক ব্যবহারে কোন নিয়ম মানছে তারা। এমনটা সিরাজদিখান ও তালতলা পাইকারী বাজারের চিত্র। এ বাজারে ভোর সাড়ে ৫ টা থেকে শুরু হয়ে সকাল ৭ টা বা সাড়ে ৭ টা পর্যন্ত এ বাজার।
শুক্রবার ভোরে সিরাজদিখানের তালতলা বাজারে দেখাযায় মানুষের ভীর, করোনার এ দুর্যোগের প্রভাব তাদের মধ্যে নেই। সচেতনতা দেখা যায়নি, নেয়নি কেউ কোন ব্যবস্থা, অনেকেই মাস্ক ব্যবহার করেনি।
মৎস্য আড়তদার দুলাল মেম্বার জানান কাল থেকে তারা এ পাইকারী বাজারে ব্যবস্থা নিবেন।
ক্রেতা অনেকে জানান প্রয়োজনের তাগিতে বাজারে এসেছেন। আবার অনেকে পাইকারী বাজার থেকে কিনে নিয়ে বিভিন্ন খুচরা বাজারে বিক্রি করবেন। তবে তারা অনেকে বলেন যতটা এড়িয়ে চলা যায় ততই ভালো। তবে এত লোকের ভীরে কতটা সম্ভব হবে কারো জানা নেই।