কিশোরগঞ্জে ইমামÑউলামা পরিষদের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার তারাপাশা নুরানী মাদ্রাসা প্রাঙ্গনে বৃত্তসুরক্ষা ও সামাজিক দুরত্ব বজায় রেখে ১০০০ নারী পুরুষের মাঝে চাল, ডাল, তেল ও পেয়াজসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জামিয়া ইমদাদিয়ার মহাপরিচালক মাও. সাব্বির আহমেদ রাশিদ, শহিদী মসজিদের খতিব মাও. শামসুল ইসলাম, ইমাম-উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাও. আবুল বাশার, শোলাকিয়া ঈদগাহের সহকারী খতিব, শোয়াইব বিন আবদুর রউফ। খাদ্য সামগ্রী বিতরণের আগে করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য বিশেষ দোয়া করা হয় এবং জরুরী প্রয়োজন ছাড়া সকলকে ঘর থেকে বের না হওয়ার আহবান জানানো হয়।