বিশ্ব ব্যাপী করোনা সংকটের মোকাবেলায় কুড়িগ্রােেমর চর রাজিবপুর উপজেলার দূ:স্থ,অসহায় ও কর্মহীন মানুষের মাঝে শুক্রবার পর্যন্ত কোন ত্রাণ বা সহযোগিতা মেলেনি। ফলে বিশেষ করে হোটেল শ্রমিক,জেলে সম্প্রদায়,দিনমজুর, হরিজন,নাপিত,কামার, রিক্সা-ভ্যান শ্রমিক,বাস হেলপার,ভিক্ষুকসহ প্রায় ৩০ হাজার খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে। বালিয়ামারী ব্যাপারী পাড়া গ্রামের মৎস্যজীবি সমিতির সভাপতি আবদুল আজিজ ব্যাপারী জানান, তার গ্রামের প্রায় ৫ হাজার মানুষ। তার মধ্যে ২ হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এর মধ্যে প্রায় ২শত জন জেলে। যাদের জাল পানিতে না নামলে পেটে ভাত জোটে না। মোহনগঞ্জ ইউনিয়নের মেম্বর সাইফুল ইসলাম জানান,তার ইউনিয়নের প্রায় ৩ হাজার খেটে খাওয়া মানুষ।তারা অতি কষ্টে দিনানীপাত করছে।চর রাজিবপুর উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে,রাজিবপুর উপজেলার জন্য ২ দফায় ৭ মে.টন ৩ শত কেজি চাল ও নগদ ৩৯ হাজার টাকা বরাদ্ধ হলেও এখনও পর্যন্ত পৌঁছেনি কর্মহীন মানুষের মাঝে। ফলে আস্তে আস্তে ফুসে উঠতে শুরু করেছে কর্মজীবি মানুষ গুলো। এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে উপজেলার রাজিবপুর ইউনিয়ন পরিষদের জন্য ৩ মে.টন,কোদালকাটি ও মোহনগঞ্জ ইউনিয়নের জন্য ২ মে.টন করে চাল বরাদ্ধ দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্তও খাদ্য গুদাম থেকে উত্তোলন করা হয়নি এবং কর্মহীন মানুষের মাঝে পৌঁেছনি।
এ ব্যাপারে রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল আলম বাদল বলেন,তার ইউনিয়নের জন্য ৩ মে.টন চাল বরাদ্ধ হয়েছে। তালিকা প্রস্তুত চলছে। রোববার নাগাদ ১০ কেজি করে চাল ৩ শত পরিবারকে দেওয়া হবে। কোদাল কাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর ছক্কু জানান, শুনেছি ২ মে.টন বরাদ্ধ হয়েছে। খাদ্য গুদাম থেকে উঠানো হয়নি। মোহনগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেনও তাই জানিয়েছেন।
এ ব্যাপারে চর রাজিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান জানান,নগদ টাকা দিয়ে ১শত প্যাকেট শুকনো খাবার প্রস্তুত হচ্ছে আর ৩ ইউনিয়ন পরিষদকে ৭ মে.টন চাল বরাদ্ধ দেওয়া হয়েছে। তবে সামান্য কয়েক টন চাল বরাদ্ধ পেয়ে জন প্রতিনিধিদের মধ্যে ক্ষোপের সৃষ্টি হয়েছে। সামান্য বরাদ্দ কাদের নিকট পৌছাবেন? সরকারি ত্রাণের পাশাপাশি বে-সরকারি ও বৃত্তবানদের এগিয়ে আসতে হবে।