পিরোজপুরের নাজিরপুরে কর্মহীন অসহায়দের খাদ্য সামগ্রী দিলেন জেলা প্রশাসক আবু আলী মোহাম্মাদ সাজ্জাদ হোসেন। আজ ২ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুরের আশ্রয়ণ প্রকল্পের অসহায় ১৫০টি পরিবারের মাঝে তিনি খাদ্য সামগ্রী প্রদান করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মনিরুজ্জামান আতিয়ার জানান, ওই আবাসন প্রকল্পে থাকা ১৫০ পরিবার খাদ্যভাবে অত্যান্ত কষ্টে দিন কাটাচ্ছেন। বিষয়টি জেলা প্রশাসককে জানালে তিনি ওই দিন দুুপরে ওই আবাসনে বাসিন্দাদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মাদ ওবায়দুর রহমান জানান, তিনি সেখানে ১৫০ পরিবারের প্রত্যেককে ১০ কেজি চাল, ১কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি পিয়াজ, ৫ কেজি আলু, ১ কেজি লবন ও ২টি সাবান প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাষ্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফাহমি মোহাম্মাদ শায়েফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইস্রাফিল হোসেন, সমাজ সেবা কর্মকর্তা মো. মাহাবুব হোসেন প্রমুখ।