মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় অভিযান চালিয়ে ২৩৪ বোতল ফেন্সিডিলসহ সবুজ আহাম্মেদ(২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক আনা নেওয়ার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার শ্রীনগর ফেরিঘাট এলাকা থেকে এই মাদকসহ আটকের ঘটনা ঘটেছে।
সবুজ চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার শান্তিনগর গ্রামের মোহাম্মদ আলির ছেলে সবুজ।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেদায়েতুল ইসলাম ভ’ইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ একজনকে আটক করা হয়েছে। তবে এই ঘটনায় পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পলাতক আছে, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে মাদক পরিবহণের কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তারা যশোর থেকে শ্রীনগরে মাদক সরবরাহ করে আসছিল বলে জানান তিনি।#