মোল্লাহাটে করোনা ভাইরাসের প্রার্দুভাব জনিত কারণে বন্ধ বিড়ি কারখানা খুলে দেওয়ার দাবিতে সমাবেশ করেছে হতদরিদ্র মহিলা শ্রমিকেরা। গত ০৭ দিন ধরে কারখানা বন্ধ থাকায় চরম অভাব-অনাটন ও অর্ধাহার পরিস্থিতির শিকার হওয়ায় বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার জিড়েনতলা আকিজ বিড়ি কারখানার সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সোনালী ও আকিজ বিড়ির নারী শ্রমিকরা বলেন-আমরা বিড়ি শ্রমিক খুবই কম মজুরিতে কাজ করি, কাজ করলে টাকা পাই-কাজ না করলে অথবা কারখানা কোন কারণে বন্ধ থাকলে টাকা পাইনা, আরো ১০দিন বা অধিক সময় কারখানার কাজ বন্ধ থাকলে করোনা ভাইরাসের জন্যে নয়, আমরা বিড়ি শ্রমিকেরা না খেয়ে মারা যাবো, সোনালী ও আকিজ বিড়ি কারখানার স্থানীয় ৫ হাজার শ্রমিক আজ বেকার, আমাদের সংসার চালানোর আর (বিকল্প) কোন উৎস্য নাই। তারা আরো বলেন-এ এলাকার সকল শ্রমিক আজ একত্র হতে পারতাম, কিন্তু আমাদের কল্যাণে সরকারের আদেশ/নিয়ম মেনে এসমাবেশ করছি অল্প সংখ্যক শ্রমিক। সমাবেশে বক্তব্যদেন-মাজেদা, মর্জিনা, নাসরিন, চম্পা, আসমা, আবেজান, তাহারিনা ও জিপুলি প্রমূখ। এ সময় শ্রমিকদের পক্ষথেকে সরকারের কাছে ৩ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলঃ-১.কারখানার উৎপাদন বন্ধ থাকা কালীন সময়ের জন্য সরকারি সাহায্যের ব্যবস্থা করা।
২.সরকারি সাহায্য না দেওয়া পর্যন্ত কারখানার উৎপাদন কার্যক্রম চালু রাখা ও
৩. বিধবা,স্বামী পরিত্যাক্তা, প্রতিবন্ধী ও অসহায় মহিলাদের কাজের সুযোগ করে দেওয়া।
এবিষয়ে আকিজ বিড়ি কারখানার সহ-ব্যবস্থাপক মোঃ নাসিরুজ্জামান বলেন- সরকারী আদেশ পেলে সকল শ্রমিকদের বিনামূল্যে মাস্ক, হ্যান্ডস্যানিটাইজেশন ও সম্পূর্ণ কারখানা এলাকায় জীবানুনাষক স্প্রে করা সহ সকল নিয়ম ও সর্তকতা মেনে কারখানার উৎপাদন কার্যক্রম শুরু করবো।