চট্টগ্রাম বিভাগের হতদরিদ্র মানুষেরা এখন দিশেহারা। কাজ নেই, বেতন নেই, ঘরে খাবার নেই, চিকিৎসার টাকা নেই, বাসা ভাড়া নেই, সন্তানদের লেখাপড়ার খরচ নেই। নেই আর নেই। আছে শুধু অভাব। এই অভাব শব্দটি যেন চারদিকেই ঘিরে রেখেছে। হতাশার চাদর বিছানো ঘরে কিংবা বাইরে। এতোকিছুর পরেও ত্রাণের দেখা নেই। পথে-ঘাটে অভাবী মানুষের সারি সারি লাইন। শ্রমজীবি মানুষের মতোই হাহাকার মধ্যবিত্তদের পরিবারেও। একমাস আগেও যারা মানুষকে খাবার দিয়েছেন এখন তারাই খাবারের সংকটে পড়েছেন। আত্মীয়স্বজন যারা প্রবাসী আছেন তারাও নিরব। বিপদতো প্রবাসেই বেশি। মাঝে মাঝে প্রবাসের কারও নেগেটিভ খবর এলে পরিবারের সদস্যদের মনটা আরো ছোট্ট হয়ে যায়। এভাবেই চলছে চট্টগ্রাম বিভাগের ১০ জেলার হতদরিদ্রদের জীবন যাপন।
বৃহস্পতিবার অনুসন্ধানে জানাগেছে, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর ও কুমিল্লা জেলায় প্রচুর অভাবী মানুষ বসবাস করেন। এই মানুষগুলোর মধ্যে শিক্ষিত যারা তারাও করোনা ভাইরাসের প্রভাবে বেকার সময় অতিবাহিত করছেন। বাসা থেকে বের হলে আইনশৃঙ্খলা বাহিনীর কর্তৃক শাস্তির ভয়। এজন্য পেটে খাবার নেই; তবুও বাসায় আবদ্ধ থাকতে হচ্ছে। যারা শ্রমজীবিদের দিয়ে কাজ করান তারাও বাসা থেকে বের হচ্ছেন না। মোবাইল ফোনে যোগাযোগ করলে তারা ক্ষোভ প্রকাশ করছেন। এরইমধ্যে মাস শেষ হয়েছে। যারা বাসা ভাড়া নিয়ে থাকেন তারা পড়েছেন জটিল সংকটে। একদিকে বাসায় খাদ্যপণ্য নেই, অন্যদিকে বাসাভাড়ার টাকাও জোগাড় নেই ভাড়াটিয়াদের। নেই আর নেই। রাতের পর দিন। আবার দিনের পর রাত। তবে সময়তো বসে নেই। অথচ খেয়ে না খেয়ে থাকতে হচ্ছে অভাবী মানুষদের। এমন এমন পরিবারও আছে যারা চাল ক্রয় করলে তরকারি ক্রয় করতে পারছেন না। চিকিৎসার কিংবা সন্তানদের পড়ালেখার খরচ দিতে পারছেন না। ওদিকে এই অভাবী মানুষদের পাশাপাশি বসবাস করছেন ব্যবসায়ী, শিল্পপতি, প্রবাসী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
বর্তমান সময়ে তারাও করোনার অজুহাতে নিজ নিজ বাসায় নিরাপদে অবস্থান করছেন। আর জীবনের ঝুঁকি নিয়ে অভাবী মানুষগুলো রাস্তায় এদিক-সেদিক ঘুরছেন একটু ত্রাণের আশায়। কোথাও ত্রাণ দেওয়ার খবর পেলে সেখানে ছুটে যাচ্ছেন তারা। এতে যদিও কিছু ত্রাণ পাওয়া যায়। গত কিছুদিন থেকে নোয়াখালীর -৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী, বেগমগঞ্জ আসনের এমপি মামুনুর রশিদ কিরণ, সেনবাগের এমপি মোরশেদ আলম, ফেনীর এমপি নিজাম হাজারী, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, পতেঙ্গা আসনের এমপি এম এ লতিফ তাদের ব্যক্তিগত উদ্যোগে এলাকাভিত্তিক ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। নোয়াখালীর -৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী এরইমধ্যে অন্তত পঞ্চাশ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন। এভাবে তিনি আগামী ছয় মাস অসহায় মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। তাঁর স্ত্রী কবিরহাট উপজেলার চেয়ারম্যান শিউলী একরামও বহু মানুষকে নগদ টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ করছেন বলে জানাগেছে। তাদের ওই উদ্যোগকে অনেকেই স্বাগত জানিয়েছেন। এছাড়াও জেলায় জেলায় আরো কিছু ব্যক্তি কর্তৃক ত্রাণ সামগ্রী বিতরণের খবর পাওয়া গেছে। তবে অভাবী মানুষদের মতে, ত্রাণ নিতে যারা যায় তারা অনেকেই খালি হাতে ফিরতে হচ্ছে। আর কিছু ত্রাণ অতি গোপনেও বিলি হয়। এতে দরিদ্র মানুষরা দিশেহারা। তাঁরা ত্রাণের পেছনে ছুটবেন; নাকি কাজের সন্ধানে ছুটবেন তা নিয়েও টেনশনে আছেন।
কারণ; কাজও নেই। ঘরে খাবারও নেই। আর কেবা দিবেন কাজ? বাইরে সব কিছুইতো বন্ধ। পরিস্থিতি জটিল থেকে জটিল হচ্ছে। হালিশহর বড়পোলের দিন মজুর মোমেনা খাতুন বলেন, হতদরিদ্রদের শতকরা ১০ থেকে ১৫জন মানুষ ত্রাণ পাচ্ছেন। বাকীরা পাওয়ার লক্ষণও নেই। আমরা কাজ করে খেতে চাই। গরীবে নেওয়াজ উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক কামাল উদ্দিন বলেন, মধ্যবিত্ত মানুষগুলো না পারছেন খেতে না পারছেন কাউকে কিছু বলতে। এভাবে মানুষ আর কতদিন চলবে? প্রতিবেশি হৃদয়বান মানুষেরা পাশে থাকলে এই সংকট দূর হতো। কিন্তু ধনী শ্রেণির মানুষগুলোতো বাসা থেকেও বের হচ্ছেন না। হালিশহর আনন্দ পাঠশালার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষাবিদ সোহেল আক্তার খান বলেন, অভাবী মানুষের মিছিল বড়। সমাজের সম্পদশালী ব্যক্তিরা আশপাশের মানুষগুলোকে সহযোগিতার হাত বাড়ালে এত মানুষ অভাবী থাকেন না। যার যা আছে সেখান থেকেও মানুষকে সহযোগিতা করতে পারতেন। তা না করে ধনীরা নিষ্ঠুরতা দেখাচ্ছেন। টাকা কেউ কবরে নিয়ে যেতে পারবেন না। এটা মানুষের উপকারে ব্যয় করতে না পারলে এই ধনী হওয়ার কোনো দাম নেই। সুতরাং সময় থাকতে মানুষকে খাবার তুলে দিন। ভালবাসুন। তাহলে ইহকাল এবং পরকালে শান্তি আসবে।
চট্টগ্রাম সিটি রিক্সা শ্রমিকলীগের সভাপতি মো. সেলিম আক্ষেপ করে বলেন, আমার রাজনীতির পঞ্চাশ বছরের ইতিহাসে মানুষের এত কষ্ট আর চোখে দেখিনি। চারদিকে নিরব হাহাকার। অনেকেই লজ্জায় অন্যকে বলতে পারছেন না। আমি নিজে যেখানে গত মাসেও মানুষকে হাজার হাজার টাকা দান করেছি। এখন আমার ঘরেও খাবার নেই। রিক্সার ব্যবসা নেই। রিক্সার চালকেরা সবাই গ্রামের বাড়ী চলে গেছেন। প্রতিদিন আমার গ্যারেজে অনেক অভাবী মানুষ আসেন। তাদের অবস্থা দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারিনা। কোথায় জনপ্রতিনিধিরা? কোথায় শিল্পপতিরা? আপনাদের দয়ামায়া নেই, আপনারা ঘরে কেন? সময় থাকতে মানুষের পাশে দাঁড়ান। তা নাহলে একদিন আপনাদের পরিবারে টাকা খরচের সময়ও পাবেন না। মানুষ মানুষের জন্য। এটার উদাহরণ দেখান। মহান রাব্বুল আলামীন আপনাদের সাহায্য করবেন। সেলিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিনীত অনুরোধ করে বলেন, আপনী এই দেশের ১৬ কোটি মানুষের প্রধানমন্ত্রী। আপনী বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে অভাবী মানুষের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পাঠান। একইসঙ্গে মন্ত্রী-এমপিদের নির্দেশ দিন বিপদে মানুষের পাশে থাকতে। সরকারি দলের জনপ্রতিনিধিরা এভাবে জনগণের সাথে লুকোচুরি খেলতে পারেন না। আপনার সঠিক নির্দেশনা ও সহযোগিতার অপেক্ষায় রইলাম।
জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগের চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব এ.এস.এম হোসাইনুর জামান বলেন, আমি সাধ্যমত গরীব অসহায় মানুষকে নগদ টাকা এবং ত্রাণ সামগ্রী বিতরণ করছি। আরো করবো। সবাই দোয়া করবেন। আমি নগরীর বিত্তবানদেরকে বলবো- আপনারা এই বিপদের সময় মানুষের পাশে আসুন; মানুষকে ভালবাসুন। মানুষের সাথে ভাল ব্যবহার করুন। ধনী-গরীব আল্লাহর দান। এটা সবাই মনে রাখবেন। নোয়াখালীর কোম্পানীগঞ্জের অনেকেরই পরিচিত আমেরিকা প্রবাসী মো. কাজল বলেন, আমি বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার ত্রাণ তহবিলে পঞ্চাশ হাজার টাকার অনুদান দিয়েছি। এ ছাড়া আমার প্রতিষ্ঠিত সুলতান-আনোয়ারা ফাউন্ডেশনের মাধ্যমেও কয়েক লক্ষ টাকা মানুষকে সাহায্য করেছি। অন্যান্য প্রবাসীরাও মানুষের পাশে থাকলে অভাবী মানুষের সংখ্যা হ্রাস পাবে। ইনশাআল্লাহ আমি মানুষকে আরো বেশি সহযোগিতা করার চেষ্টায় আছি। সবাই দোয়া করবেন। চট্টগ্রাম সিটি মেয়র আজম নাছির উদ্দিন বলেন, আমি সব সময় মানুষের যে কোনো সমস্যার সময় সহযোগিতা করেছি। এখনো করছি। ত্রাণ বিতরণ প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে হবে। এছাড়াও সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী দ্বারা গোটা নগরীতে জীবানুনাশক ওষুধ ছিটানো হচ্ছে। সবাইকে বলবো আপনারা নিরাপদে থাকুন। প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না।