বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় এর পক্ষ থেকে কচুয়ায় রোগী খুঁজছে ডাক্তার। কচুয়া উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে রোগী খুঁজে বেড়াচ্ছে সংসদ সদস্য শেখ তন্ময় এর পক্ষ থেকে দেয়া ভ্রাম্যমান মেডিক্যাল টিম। যখনই কোথাও কোন রোগীর সন্ধান পাচ্ছেন দ্রুত ছুটে যাচ্ছেন তার কাছে, তাদের চিকিৎসা ও পরামর্শ দিয়ে আবারও অন্য কোথাও ছুটছেন নতুন রোগীর খোঁজে। এই ভ্রাম্যমান ম্যাডিক্যাল টিমের নেতৃত্ব দিচ্ছেন বাগেরহাট জেলা যুবলীগের সভাপতি ও বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন। এ সময় চেয়ারম্যানের সংগে ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ও ,জেলা পরিষদ সদস্য শেখ মনিরুজ্জামান ঝুমুর ও যুবলীগ নেতা দিদার সুজন।