প্রানঘাতি করোনা ভাইরাসের সংক্রামন এড়াতে বগেরহাটের কচুয়ায় গন পরিবহন,দোকান-পাট সহ সকল প্রকার যানবাহন ও কাজকর্ম বন্ধ করে ঘরে থাকার নির্দেশ দেওয়ায় উপজেলার গরীব, অসহায় হত-দরিদ্রদের সংসার চালানো দুরহ কষ্টের ব্যাপার হয়ে পড়ে। উপজেলার এই সকল গরীব, অসহায়,দুঃস্থ্য ও হত-দরিদ্রদের বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় এর ব্যাক্তিগত তহবিল থেকে গতকাল ৬৩০ প্যাকেট চাউল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ত্রান তহবিল থেকে ১২ মেট্্িরক চাউল ও এক লক্ষ টাকা কচুয়া উপজেলা পরিষদের সহযোগিতায় বিতরন করেন উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কচুয়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ, সহকারী কমিশনার ভুমি মোঃ শহীদুল্লাহ, অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজ আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার,জেলা পরিষদ সদস্য শেখ মনিরুজ্জামান ঝুমুর, অফিসার্স ইনচার্জ কচুয়া থানা (তদন্ত) মোঃ ইকবাল হোসেন,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এসএম আবু বক্কার সিদ্দিক, যুগ্ম সম্পাদক প্রভাষক কামরুল ইসলাম কচি,যুবলীগ নেতা সুজন দিদার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অরুন কুন্ডু, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আলী আহসান সহ উপজেলার সকল ইউনিয়ন চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এ ত্রান সমগ্রী বিতরন কালে উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান বলেন বিনা প্রয়োজনে আপনারা কেউ চায়ের দোকান, বাজার বা রাস্তাঘাটে না যাওয়ার যাবেন না, যে ভাবে পারেন ঘরে থাকবেন। এ সময় তারা বিদেশ ফেরত কয়েকজনের খোঁজ খবর নেন। তিনি আরও বলেন প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। কচুয়ায় মোট বিদেশ ফেরত ১৪২ জন এদের মধ্যে কারও অবস্থাই খারাপ হয় নাই বা করোনার কোন রুগি পাওয়া যায়নি বলে জানিয়েছেন উপজেলা স্বস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মঞ্জুরুল আলম।
প্রচারাভিযানে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ সকলকে বলেন যে, করোনা ভাইরাসের বিষয়ে তথ্য জানাতে ও আক্রান্ত রোগিকে দ্রুত চিকিৎসা দেবার জন্য প্রতিটা উপজেলায় হট লাইন খোলা হয়েছে এবং বিদেশ থেকে কেউ আসলেই তাকে কমপক্ষে ১৪দিন ‘হোম কোয়ারেন্টাইন’ এ থাকতে হবে। সবশেষে কচুয়া উপজেলা পরিষদের সামনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যেগে নতুন হাত ধোয়ার ব্যাসিন উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান