মরণব্যাধী করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশ টহল বৃদ্ধির ও জারদার করা হয়েছে। এসএসপি সার্কেল সুমন মিয়ার নের্তৃত্বে পুলিশ উপজেলার বেশ কিছু বাজারে উপস্থিত হয়ে গণ সচেতনা বৃদ্ধি করতে মাইকিং করে প্রচারণা চালায়। এ সময় হাট-বাজার আগতদের মরণব্যাধী করোনা ভাইরাস সর্ম্পর্কে ধারনা দিয়ে তার প্রতিরোধে সকলকে শপথ করানো হয়েছে।
জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় গত ২এপ্রিল বুধবার বিকালে পচাবহলা বাজার,উলিয়া বাজার,পাচবাড়িয়া,বলিয়াদহ এবং সিরাজাবাদ বাজার এলাকায় থানা পুলিশি টহল জোরদার বৃদ্ধি করেছে। এ সময় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে আসা চরাঞ্চলের সাধারন মানুষকে মরণ ব্যাধি করোনা ভাইরাস সর্ম্পকে ধারনা দিয়ে তার প্রতিরোধে,সামাজিক দূরত্ব বজায় রাখা, জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া, অহেতুক রাস্তাঘাটে জমায়েত ঘুরা ফেরা না করা, সরকারি বিধি নিষেধ মেনে চলাসহ দোকানপাট বন্ধ রাখতে শপথ করানো হয়।
ইসলামপুর সার্কেল এএসপি সুমন মিয়া তাদের মরনব্যাধী করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে জন সমাগম বন্ধ রেখে ভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে অবহিত করেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.জামাল আব্দুন নাছের বাবুল, ভাইস চেয়ারম্যান আবদুল খালেক আকন্দ,মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না উপস্থিত ছিলেন।