লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক যোগাযোগ মন্ত্রী ড. কর্নেল অব: অলি আহমদ বীর বিক্রমের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার বিকাল ৪টার সদরস্থ মহিলা কলেজ প্রাঙ্গনে নিজ এলাকা চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনের দুইটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের মোট সাড়ে ৬হাজার অসহায়,দু:স্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রী বিতরণ করেন,চন্দনাইশ উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া ও সাধারন সম্পাদক আলহাজ্ব আখতারুল আলম।