সরাইলে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জের ধরে বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মালিগাঁও গ্রামের সবুর মিয়া ও রবি মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, মালিগাঁও গ্রামের সবুর মিয়ার ছেলে মাসুম মিয়ার (১৪) দল ও একই গ্রামের রবি মিয়ার ছেলে রয়েলের (১৭) দল কয়েক দিন আগে গ্রামে ক্রিকেট খেলার আয়োজন করে। ঐ দিন খেলায় হারজিত নিয়ে মাসুম মিয়া ও রয়েলের মধ্যে হাতাহারি ঘটনা ঘটে। এর জের ধরে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে রয়েল ও তার লোকজন উপজেলা সদরের প্রাতবাজার এলাকায় মাসুম মিয়াকে ধাওয়া করে মারধর করে। এ সময় মাসুমের চাচা জিল্লু মিয়া (৪৭) মাসুমকে রক্ষা করতে এগিয়ে আসলে রবির লোকজন তাকেও মারধর করে গুরুতর আহত করে। এ ঘটনায় দুপুর সাড়ে ১২ টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে গ্রামে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন লোক আহত হয়। আহতদের মধ্যে জিল্লু মিয়াকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সরাইল থানার ওসি শাহাদত হোসেন বলেন, বর্তমানে গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে। গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।