করোনা আতঙ্কে লকডাউন অমান্য করায় জামালপুরের মেলান্দহে ৯ ব্যবসায়ীকে ৫৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ২ এপ্রিল দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও তামিম আল ইয়ামীন মোবাইল কোর্ট পরিচালনা করেন। লকডাউন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় মেলান্দহ বাজারের হার্ডওয়ার দোকান্দার বাদশাকে ১০ হাজার, আহসান হাবিবকে ৫ হাজার, স্বর্ণকার শাহাবুল আলমকে ৫ হাজার, ফয়সালকে ১০ হাজার, ফার্ণিচার দোকান্দার কিবরিয়াকে ১ হাজার, জুতার দোকান্দার বেলাল করিমকে ৫ হাজার, টিনের দোকান্দার আহাদকে ২০ হাজার এবং ইলেকিট্রিক দোকান্দার শাহীন মিয়াকে ২ হাজারসহ সর্বমোট ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়।