সারা বিশ্ব এখন একটা ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। করোনা ভাইরাসের কারণে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। যার ফলে শোনা যাচ্ছে হাসপাতালে এখন সাধারণ জ¦র বা সর্দি কাশি নিয়ে রোগী আসলে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে না। এতে করে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। এ হাসপাতাল ও হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে অসুস্থতা নিয়ে পড়ে থাকতে হচ্ছে। জ¦র-সর্দি-কাশি করোনা ভাইরাসে আক্রান্তের লক্ষণ হওয়ায় চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ এরকম রোগীর চিকিৎসা দিচ্ছে না। কিন্তু এরচেয়ে ভয়াবহ ব্যাপার হলো, যারা সাধারণ রোগী অর্থ জ¦র-সর্দির বাইরে অন্যান্য রোগে আক্রান্ত তাদেরও চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে। অনেকক্ষেত্রে বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনা ঘটছে। এরই মধ্যে একে একে চারটি হাসপাতালে নেওয়া হলেও কেউ ভর্তি না করায় খুলনায় রিফাত নামে এক শিশু বিনা চিকিৎসা মারা গেছে। ১১ বছর বয়সী রিফাত খুলনা শহরের খালিশপুরের বিহারি ক্যাম্প ১-এর মোহাম্মদ কাশেমের ছেলে। রিফাত ছিল লিভার সিরোসিসের রোগী। গত মঙ্গলবার বেলা আড়াইটার দিকে তার অবস্থার অবনতি হলে প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে তাকে ভর্তি করা হয়নি। সেখানকার চিকিৎসকরা কাগজে ওষুধ লিখে বিদায় করেন। এরপর রিফাতকে খালিশপুর ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, কোনও রোগী ভর্তি করা যাবে না। এরপর তাদের পরামর্শে রিফাতকে সার্জিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও তাকে ভর্তি না করে ময়লাপোতার একটি হাসপাতালে পাঠায় তারা। ময়লাপোতার হাসপাতালে একইভাবে রোগীকে ভর্তি না করে ফেরত দেওয়া হয়। হাসপাতাল ঘুরতে ঘুরতে রিফাত গত মঙ্গলবার সন্ধ্যায় মারা যায়। রাত সাড়ে নয়টার দিকে গোয়ালখালী কবরস্থানে তাকে দাফন করা হয়।
একথা সত্য যে ডাক্তারদের জীবনরক্ষার নিমিত্তে সতর্কতার প্রয়োজন রয়েছে। তবে কোন রোগীটি করোনা আক্রান্ত, কার মধ্যে এর লক্ষণ রয়েছে তা ডাক্তারদেরই সবচেয়ে ভালো বোঝার কথা। নিরাপদ দূরত্ব মেনে সতর্কতার সাথে যেকোনও রোগীকেই চিকিৎসা দেওয়া সম্ভব। কিন্তু করোনার দোহাই দিয়ে মুমূর্ষ রোগীদের চিকিৎসা না দেওয়া কোনভাবেই মানবিক নয়। এছাড়া বিষয়টি এমনও নয় যে, চিকিৎসকরা কোনও ধরণের মানুষের সঙ্গেই মিশছেন না। ব্যক্তিগত প্রয়োজনে হলেও তাদের বাড়ি থেকে বের হতে হচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, করোনাভাইরাস আতঙ্কের মধ্যে সরকারি-বেসরকারি সব হাসপাতালেই চিকিৎসকদের মধ্যে মানবিকতা কমছে। হাসপাতালে গিয়ে রোগীদের চিকিৎসা না পাওয়ার আরও কিছু খবর পাওয়া গেছে এবং প্রতিদিনই কোথাও না কোথাও এ ধরণের ঘটনা ঘটছে। করোনা ঠেকাতে সরকার ঘোষিত সাধারণ ছুটি চলছে, কিন্তু কোনও হাসপাতালে সাধারণ রোগীর চিকিৎসা বন্ধ করা হয়নি বা এরকম কোনও নির্দেশনাও নেই। তাই মানবিকতার কথা পরে বলরেও চলে; অন্তত দায়বদ্ধতা থেকে রিফাতের চিকিৎসাসেবা দেওয়া উচিত ছিল। অন্যান্য সবার মতো চিকিৎসকরাও করোনা ভাইরাসের সংক্রমণের আশঙ্কার মধ্যে রয়েছেন। কিন্তু সাধারণ রোগীরা যথাযথ চিকিৎসাসেবা পাবেন না সে রকম পরিস্থিতি এখনও তৈরি হয়নি। তাই আমরা আশা করবো, কোনও রোগী যেন হাসপাতাল থেকে বিনা চিকিৎসায় ফেরত না যান। তাদের যেন সঠিক চিকিৎসা দেওয়া হয়। করোনাভাইরাসে আক্রান্ত কোনও রোগী পাওয়া গেলে তার চিকিৎসা ব্যবস্থা হাসপাতাল-ক্লিনিকগুলোতে আলাদাভাবেই করা হচ্ছে। তাই সাধারণ রোগী যেন হাসপতালে এসে চিকিৎসাবঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা এ ব্যাপারে খোঁজ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি সাধারণ রোগীদের চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত না করতে।