রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভায় করোনার দূর্যোগ মোকাবেলায় জিআর প্রকল্পের আওতায় কর্মহীন ব্যক্তি’র মাঝে ১০ কেজি চাল, ডাল ও লবন বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে পৌরসভার ৯ টি ওয়াডের কর্মহীন ব্যক্তির মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন এমপি আয়েন উদ্দিন ও কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহীদ।
এময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র কাউন্সিলর রুস্তম আলী, ছাবের আলী মন্ডল, কাউন্সিলরসহ সকল কাউন্সিলর উপস্থিত ছিলেন। কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহীদ জানান, করোনা ভাইরাস রোধে সাধারণ মানুষের মাঝে মাস্ক, ৫৪ টি মসজিদে সাবান ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। তা বতমানে অব্যাহত রয়েছে। এছাড়াও পৌর এলাকায় জীবাণুনাশক স্প্রে অব্যাহত রয়েছে।